শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত

চীনের গানসু বর্ডার এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১১১ জন। আহত হয়েছেন আরও ‍দুই শতাধিক মানুষ।

ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।

গত ৫ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হন ৬৬ জন।

চীনে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ।

টিএইচ